ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে বিবাদ বিজেপি-টিএমসিপির
ডেপুটেশন কর্মসূচি ঘিরে চাঞ্চল্য চাঁচলে। বিজেপি ও তৃণমূল ছাত্রপরিষদের সংঘর্ষে উত্তেজিত হয়ে ওঠে মহকুমাশাসকের দফতর সংলগ্ন এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে পুলিশ।
আজ দুপুরে সারের কালোবাজারির প্রতিবাদে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ অন্যান্যরা। মিছিল চাঁচল কলেজের পাশ দিয়ে মহকুমাশাসকের দফতরে যাওয়ার পথেই বিজেপি ও তৃণমূল ছাত্রপরিষদের মধ্যে বিবাদ বেঁধে যায়।
ঘটনাপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত জানান, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। তা দেখেই শাসকদলের ভয় হয়েছে। তৃণমূলের লোকজন তাঁদের ডেপুটেশন কর্মসূচিতে বাধা দিতে চেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁরা কর্মসূচি সম্পূর্ণ করেছেন। মহকুমাশাসক তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
তৃণমূল ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার জানান, বিজেপির লোকজন কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু পড়ুয়াকে ধাক্কাধাক্কি করে। এনিয়ে প্রশ্ন করতেই বিজেপির লোকজন তাঁর ওপর চড়াও হন। বিজেপির লোকজন লাঠিসোটা ছুঁড়তে থাকে। তাঁদের ছেলেরা সেই লাঠিগুলোই হাতে তুলে নিয়েছিল। এখন তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios