শীঘ্রই সিল্ক পার্ক চালু করতে উদ্যোগ জেলা প্রশাসনের
রেশম চাষের পাশাপাশি সিল্ক পার্ক নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে জেলা প্রশাসন। খুব শীঘ্রই সিল্ক পার্ক চালুর কথা চলছে। এনিয়ে আজ জেলার রেশম চাষি ও উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক করে জেলাশাসক নিতীন সিংহানিয়া।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রশাসনিক বৈঠকে এসে সিল্ক পার্কের উদবোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২.৭ একর জমির উপর তৈরি হয়েছে সিল্ক পার্ক। সিল্ক পার্কে ৫০টি স্টল ও প্লটের ব্যবস্থা থাকছে। ৭ টাকা প্রতি বর্গফুট হিসেবে স্টল ভাড়া ও ৮০ হাজার টাকা প্রতি কাঠা হিসেবে প্লট লিজে দেওয়ার জন্য ইতিমধ্যে বিজ্ঞাপন প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, সিল্ক পার্কে রেশমের বস্ত্র শিল্পের জন্য রাজ্য সরকার অনুমতি দিয়েছে। সিল্ক পার্কের পূর্ব অংশের কাজ শেষ। পশ্চিমপ্রান্তের কাজও শেষের পথে। শীঘ্রই সিল্ক পার্ক চালুর উদ্দেশ্যে এই বৈঠক।
[ আরও খবরঃ পার্থ চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনায় কংগ্রেসের যজ্ঞ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti