Search
দীর্ঘসময় পেশা বন্ধ, সংকটে জেলার লোকশিল্পীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 18, 2020
- 1 min read
করোনা সংক্রমণ রুখতে জারি হয়েছিল লকডাউন। ধীরে ধীরে আনলক শুরু হলেও এখনও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন জেলার লোকশিল্পীরা। আজ এই শিল্পীরা নিজেদের সমস্যা নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও শিল্পী সংঘ মালদা জেলা শাখার সদস্যরা।
দুপুরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে জমায়েত করেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও শিল্পী সংঘ মালদা জেলা শাখার সদস্যরা। পরে সংগঠনের পক্ষ থেকে শিল্পীদের খাদ্য, নগদ অর্থ ও অনুষ্ঠান করার সুযোগ দেওয়া সহ একাধিক দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেন।
[ আরও খবরঃ পুজোর ‘নিউ নর্মালে’ পাট চুকেছে চাঁদার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments