top of page

করোনা পরীক্ষায় অনীহা জেলা স্বাস্থ্যদপ্তরের!

জেলায় করোনার বৃদ্ধি অব্যাহত৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা৷ এর মধ্যে মালদা শহরে সংক্রমণের সংখ্যা সর্বাধিক৷ এখনও পর্যন্ত জেলায় মোট দু’হাজার মানুষ করোনার শিকার হয়েছে৷ মালদা শহরে সেই সংখ্যাটি ৪৫০ ছাপিয়ে গিয়েছে৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ রাজ্য সরকারই স্বীকার করে নিয়েছে, এখনও পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে৷ যদিও বেসরকারি সূত্রে সেই সংখ্যাটা আরও বেশি৷


District Health Department reluctance to test corona!
স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লালারসের নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে

এই পরিস্থিতিতে শহরবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে, স্বাস্থ্য দফতর এবং ইংরেজবাজার পুর প্রশাসন সঠিকভাবে লালারসের নমুনা সংগ্রহ করছে না৷ অনেকে নিজেদের লালারস পরীক্ষা করাতে চাইলেও মেডিকেল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করছে না৷ পুরসভা নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও লালারসের নমুনা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে৷ শহরবাসীর এই অভিযোগ যে ভিত্তিহীন নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার৷ তিনি এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন৷

এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা এমন অবস্থায় জেলায় স্বাস্থ্য দফতর কিংবা ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে লালারসের নমুনা সংগ্রহ করা নিয়ে যে অভিযোগ উঠেছে তা সত্যিই বিপজ্জনক৷ তবে কি করোনার প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার জন্যই লালারসের নমুনা কম সংগ্রহ করা হচ্ছে? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে৷ কারণ, এই মুহূর্তে উত্তর দিনাজপুর থেকে কোনও নমুনা পরীক্ষার জন্য মালদায় পাঠানো হচ্ছে না৷ দক্ষিণ দিনাজপুর থেকেও অনেক কম নমুনা জেলায় আসছে৷ তাহলে জেলাবাসীর লালারস সংগ্রহ করতে সমস্যা কোথায়? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সবাই৷ শহরের অনেক করোনা আক্রান্তই জানিয়েছেন, তাঁদের লালারসের নমুনায় সংক্রমণ ধরা পড়ার পর পরিবারের অন্যরাও নিজেদের লালারস পরীক্ষা করাতে চেয়েছে৷ তার জন্য একাধিকবার স্বাস্থ্য দফতর ও পুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ স্বাস্থ্য দফতর কিংবা পুর কর্তৃপক্ষ পরিবারের সব সদস্যকে হোম কোয়রান্টিনে থাকার কথা বলেই দায় সেরেছে৷




মালদা শহরে লালারসের নমুনা সংগ্রহে যে ভাঁটা পড়েছে তা স্বীকার করে নিয়েছেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার৷ তিনি বলেন, জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক যৌথভাবে মালদা মেডিকেল কলেজের মাধ্যমে শহরবাসীর লালারস পরীক্ষার ব্যবস্থা করেছিলেন৷ সেই সময় আমাদের পুরসভার চারটি স্বাস্থ্যকেন্দ্রেও আমরা লালারসের নমুনা সংগ্রহ শুরু করেছিলাম৷ কিন্তু মালদায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে৷ স্বাস্থ্য দফতরের যে বিশেষজ্ঞ কর্মীরা লালারস সংগ্রহ করতেন তাঁরা সবাই করোনা সংক্রমিত হয়ে যান৷ তাই এখন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লালারসের নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে৷ তবে এখন দুই দিনাজপুরের লালারসের নমুনা মালদায় আসছে না৷ ফলে মালদা মেডিকেলের চাপ অনেকটা কমেছে৷ লকডাউনের জন্য আমরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এখনও লালারসের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করতে পারিনি৷ আমরা এনিয়ে আলোচনা করছি৷ স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কর্মীরা সুস্থ হলেই আমরা ফের শহরে লালারস সংগ্রহ শুরু করব৷


টপিকঃ #CoronaVirus

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page