পরীক্ষাকেন্দ্রের সামনে ভিক্ষাবৃত্তি কিশোরের, এগিয়ে এলেন জেলাশাসক
মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে মানবিক মুখ জেলাশাসকের। স্কুলের সামনে ভিক্ষাবৃত্তি করতে থাকা কিশোরের পড়াশোনা ও পরিবারকে স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া। জেলাশাসকের এই ভূমিকাকে প্রশংসায় ভরিয়েছেন প্রত্যক্ষদর্শী অভিভাবকরা।
সোমবার দুপুরে মালদা গার্লস হাইস্কুল পরিদর্শনে যান জেলাশাসক নিতীন সিংহানিয়া। স্কুলের বাইরে সেই সময় বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোর ভিক্ষা করছিল। স্কুলের বাইরে বেড়িয়ে আসতেই বিষয়টি নজরে আসে তাঁর। ওই কিশোরের সঙ্গে কথা বলতে এগিয়ে যান তিনি। ওই কিশোরের সঙ্গে কথা বলে জেলাশাসক জানতে পারেন, ওই কিশোরের নাম বিশু রায় (১৫)। বাড়ি মানিকচকের রায়পুর এলাকায়। বাবা অনিল রায় দিনমজুর। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে প্রায় প্রতিদিনই মালদা শহরে ভিক্ষে করতে আসেন বিশু।

জেলাশাসক জানান, স্কুলের বাইরে একটি বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বসেছিলেন। তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর মানবিক ভাতা সহ প্রয়োজনীয় সমস্ত সার্টিফিকেট রয়েছে। ওই ভাইয়ের পড়াশোনা ও পরিবারকে আর্থিকভাবে সক্ষম করার জন্য আমরা সমস্ত প্রচেষ্টা করব।
বিশু জানায়, “জেলা শাসক আমার সঙ্গে কথা বলেছেন। আমার পড়াশোনার ব্যবস্থা করার কথা জানিয়েছেন তিনি।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments