top of page

ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি, পালটা কটাক্ষ গেরুয়া শিবিরের

ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে গেরুয়া শিবিরের নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি মালতিপুরের বিধায়ক রহিম বক্সির। বিজেপির নেতাদের গ্রামে ঢুকতে না দেওয়া ও গলায় জুতোর মালা পরানোর কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। পালটা সর্বভূক কটাক্ষ বিজেপির।


আজ জেলা তৃণমূলের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের ভালুকা বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, জেলা সহ সভাপতি শুভময় বসু, বিধায়ক তজমুল হোসেন সহ অন্যান্যরা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম সাহেবের গলায় নানা বিতর্কিত মন্তব্য শোনা যায়। রহিম সাহেব বলেন, বিজেপি নরখাদকের দল৷ পশ্চিমবঙ্গে কিছু দালাল পুষেছে এরা৷ তৃণমূলের কর্মীরা এদের হাত-পা ভেঙে চুরমার করে দেবে৷ আমরা এই নরখাদকদের দাঁত ভেঙে দেব৷ ভোটের আগে সাংসদ গ্রামে গ্রামে গিয়ে গলায় ফুলের মালা পরছেন৷ আগেই টাকা দিয়ে তিনি সেই ফুলের মালা তৈরি করে রাখছেন৷ ১০০ দিনের প্রকল্পে খাটতে খাটতে গরিব মানুষের জুতো ক্ষয়ে গিয়েছে৷ সেই গরিব মানুষদের জুতোর মালা তাঁর গলায় পরানো হবে৷ আমরা তাদের গ্রামে ঢুকতে দেব না৷



ঘটনা প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূল শুধু নরখাদক নয়, এরা সর্বভূক৷ গরিব মানুষের শৌচালয় তৈরির টাকাটাও খায়। সেই কারণে এরা এখন সাধারণ মানুষের বাধার মুখে পড়ছে। আমাদের নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪০ কোটি মানুষের সেবক৷ তিনি এখন সারা বিশ্বে পরিচিত মুখ৷ মানুষ সমস্ত কিছু বুঝতে পারছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page