চিকিৎসককে মারধরের ভিডিয়ো ভাইরাল
কর্তব্যরত চিকিৎসকের কলার ধরে বিডিওর মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। অভিযুক্ত বিডিওর শাস্তির দাবিতে আজ হবিবপুরে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, গত পরশু রাতে হবিবপুরের বুলবুলচণ্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলকে নিগ্রহের অভিযোগ ওঠে ওই ব্লকেরই বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। সেই ঘটনায় দীপাঞ্জনবাবু পুলিশে অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিডিওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার এর প্রতিবাদে ধিক্কার মিছিল করেন চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীরা। পাশাপাশি প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।
[আগের খবর: চিকিৎসককে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে]
চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল বলেন, সিসি ক্যামেরার ফুটেজের কথা শুনেছি। এটা একটা বড়ো প্রমাণ। তবে আমি এখনও সেই ফুটেজ দেখতে পাইনি। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রম হতে চলেছে। কিন্তু বিডিওর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ প্রত্যাহারের কোনও চাপ এখনও আসেনি। জেলাশাসক নিজে আমাকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments