করোনা চিকিৎসার মাশুল, সামাজিক বয়কটের মুখে ডাক্তার-নার্স
করোনা আবহে সামাজিক বয়কটের শিকার হচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ তাঁদের সন্দেহের চোখে দেখছে প্রতিবেশীরা৷ বিশেষ করে কোভিড হাসপাতাল ও আইসোলেশন সেন্টারগুলিতে কর্মরতদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি বলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সামাজিক বাধার মুখে পড়তে হচ্ছে৷ তাঁদের অনেকে সামাজিক বয়কটের মুখে পড়েছেন৷ অনেককে কটূক্তি করা হচ্ছে৷ আজ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা বিষয়টি জানিয়েছেন৷ আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি৷ এনিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকেও জানানো হচ্ছে৷ তবে এসবের জন্য কোনও পরিসেবা বন্ধ হয় নি৷
Comentários