মেডিকেল কলেজে শিশুর পেট থেকে বেরোল টিভি রিমোটের ব্যাটারি
তিন বছরের শিশুর পেট থেকে অস্ত্রোপচার করে ব্যাটারি বের করে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা। গতকাল রাতে প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার করে এই সাফল্য অর্জন করেছেন চিকিৎসকরা।
হবিবপুর থানার বুলবুলচণ্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সঞ্জিত সরকার পেশায় স্কুল শিক্ষক। তাঁর তিন বছরের ছেলে অনীক সরকার খেলতে গিয়ে টিভির রিমোটের পেনসিল ব্যাটারি গিলে ফেলে। এরপর পেটের যন্ত্রণায় কাতরাতে থাকে শিশুটি। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বুলবুলচণ্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে রেফার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মালদা মেডিকেল কলেজে শিশুর পেটের এক্স-রে করা হয়। এরপরই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মণ্ডলের নেতৃত্বে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। প্রায় ৪০ মিনিটের অস্ত্রোপচারের পরে শিশুর পেট থেকে ওই ব্যাটারি বের করেন চিকিৎসকরা। বর্তমানে ওই শিশু সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সরকারি হাসপাতালে বিনামূল্যে এত বড়ো সফল অস্ত্রোপচারে খুশি ওই শিশুর পরিজনেরা।
[ আরও খবরঃ রাস্তা মেরামত করে মানবিকতার পরিচয় পুলিশের ]
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments