ইংরেজবাজারে জোড়া খুন, অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 18, 2023
- 1 min read
ইংরেজবাজারে জোড়া খুনের অভিযোগ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনা দুটি ঘটেছে ইংরেজবাজারের মহদীপুর গ্রামপঞ্চায়েত ও কাজিগ্রাম গ্রামপঞ্চায়েত এলাকায়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতের পলাশবাড়ি এলাকার একটি জলাশয়ে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ দেখতে পান। মৃতদেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম রিঙ্কু পাহাড়ি (২৬)। রিঙ্কু স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করত।

অন্যদিকে, মহদীপুর এলাকায় রাস্তার ধারে এক ব্যক্তির বস্তা বন্দি দেহ উদ্ধার হয়। প্রথমে সেই ঘটনায় মৃত ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তদন্তে জানতে পারে, মৃত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল। বাড়ি গাজোল থানা এলাকায়। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে শ্যামলবাবুকে অপহরণ করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই পুলিশ তদন্তে নামে। অবশেষে আজ সকালে শ্যামলবাবুর বস্তাবন্দী দেহ উদ্ধার হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments