top of page

পানীয় জলের সমস্যা হাসপাতাল চত্বরে, ক্ষোভ উগরে দিলেন সাংসদ

আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতাল নিয়ে একগুচ্ছ ক্ষোভ উগরে দিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনাও করেন তিনি।


আজ দুপুরে রতুয়া-২ ব্লকের আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা। হাসপাতালের পরিকাঠামো, স্বাস্থ্য পরিসেবা, অক্সিজেন পরিসেবা, পানীয় জলের ব্যবস্থা কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখেন সাংসদ।



খগেনবাবু জানান, হাসপাতাল পরিদর্শন করে তিনি দেখেছেন হাসপাতালে যে পরিকাঠামো থাকা দরকার তা নেই। অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। পানীয় জল নিয়ে একটা বড়ো সমস্যা রয়েছে হাসপাতাল চত্বরে। পুরো হাসপাতাল চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। বিষয়গুলি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর পরিসেবা উন্নত করতে কেন্দ্রীয় সরকারকে আবেদন জানালে নিশ্চয় সমস্যার সমাধান হবে।


[ আরও খবরঃ কুয়াশায় মোড়া আশঙ্কার জাতীয় সড়ক ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page