top of page

মালদা শহরে একাধিক পানীয় জলের কারখানায় পড়ল তালা

লাইসেন্স ছাড়া অবৈধভাবে চলছিল পানীয় জলের কারখানা। একাধিক নোটিশের পরও কোনও কাজ না হওয়ায় অবশেষে সেই কারখানাগুলি সিল করল জেলা খাদ্য সুরক্ষা দফতর। দফতরের পক্ষ থেকে এমনই অভিযান দিনভর চলেছে।


মালদা শহর জুড়ে একাধিক পানীয় জলের কারখানা গড়ে উঠেছে। বেশিরভাগ কারখানার লাইসেন্স নেই। বিষয়টি জানতে পেরেই অভিযানে নামে খাদ্য সুরক্ষা দফতর। নথিপত্র না থাকায় মালিকদের নোটিশ পাঠিয়ে কারখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিল মালিকরা। আজ সকালে ওই কারখানাগুলিতে হানা দিয়ে সিল করা হয়।



জেলা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক প্রশান্ত বৈদিক জানান, অবৈধ পানীয় জলের কারখানাগুলিতে অভিযান চলছে। এই সমস্ত কারখানাগুলির বৈধ লাইসেন্স নেই। এর আগেও এই কারখানাগুলিকে সচেতন করা হয়েছিল। তারপরেও এই কারখানাগুলি বন্ধ করা হয়নি। আজ ওই কারখানাগুলিকে সিল করা হয়েছে। যে কারখানাগুলি সিল করা হয়েছে, তাদের কোনও ল্যাবরেটরি নেই। পাশাপাশি ওই কারখানাগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় জল প্যাকেজিং করা হচ্ছিল।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page