তীব্র গরমে গ্রামে পানীয় জলের সমস্যা, অবরোধ
একুশের নির্বাচনের আগে পানীয় জলের দাবিতে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতের হাড়িয়ান মোড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় শতাধিক পরিবারের বসবাস। এলাকায় সাব-মার্সিবল থাকলেও তা বিকল হয়ে পড়েছে। একাধিকবার বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনও ফল মেলেনি। এদিকে, গরমের সময় পানীয় জল না পেয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে দইভাত্তা, হাড়িয়ান, ধঞ্জনা গ্রামের বাসিন্দাদের। এলাকার পিএইচই-র পাইপ লাইন ফেটে পানীয় জল সরবরাহ ব্যতহত হচ্ছে। শুধু তাই নয় পিএইচই-র জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পিএইচই-র অপারেটরের ছেলে সোহেল রানা।
ঘটনাপ্রসঙ্গে চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, পিএইচই দফতরের সাথে বিষয়টি নিয়ে কথা বলে হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে তার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
[ আরও খবরঃ করোনায় আক্রান্ত রেলকর্মীর মৃত্যু, আতঙ্ক মালদা শহরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments