জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু
আমবাগানে জুয়ার আসর বসেছিল। হঠাৎ সেখানে পুলিশের গাড়ি এসে পৌঁছয়। পুলিশের গাড়ি দেখেই পালাতে শুরু করে জুয়ারিরা। অভিযোগ, তাদের পেছনে ধাওয়া করেন সিভিক ভলান্টিয়াররাও। তাড়া খেয়ে কয়েকজন পুকুরে ঝাপ দিয়ে দেন। কয়েকজন সাঁতরে উঠলেও জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের পীরপুর গ্রামে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও পুলিশের দাবি, পুলিশের গাড়ি দেখেই জুয়ারিরা পালাতে শুরু করে। কারও পেছনে ধাওয়া করা হয়নি।
মৃত ব্যক্তির নাম সাত্তার শেখ (৪৫)। বাড়ি ইংরেজবাজার ব্লকেরই মিলকি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে তিনি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পীরপুর গ্রামের আমবাগানে গিয়েছিলেন। সেখানে জুয়ার আসর বসেছিল। সেই তাসের আসরে হঠাৎ পুলিশ হানা দেয়৷ তারপরেই দুর্ঘটনা ঘটে।
সাত্তারের মেয়ে আকলেমা বিবি জানান, বাবা তাস খেলছিল না৷ বাবা খেলা দেখছিল৷ সেই সময় সিভিক ভলান্টিয়াররা তাসের আসরে হানা দেয়। সবাই পালানোর চেষ্টা করলে তারা তাড়া করে৷ পুলিশের ভয়ে বাবাও পালাচ্ছিল৷ পালাতে গিয়ে বাবা পুকুরে পড়ে যায়। আরও কয়েকজন ওই পুকুরে পড়ে গিয়েছিল। কিন্তু তাঁরা সাঁতরে উঠে যায়। বাবা সাঁতার না জানায় জলে তলিয়ে যায়।
যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, আমবাগানে যখন জুয়া খেলা চলছিল, তখন পাশের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল৷ সেই গাড়ি দেখে জুয়ার আসরে থাকা সবাই পালাতে শুরু করে৷ পুলিশ কিংবা কোনও সিভিক ভলান্টিয়ার কাউকে তাড়া করেনি৷ পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তি পুকুরে পড়ে যান৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments