top of page

ভাদ্রেই পুজোর মেজাজ, প্রশ্ন রাজনীতি নিয়েও

বাংলার দুর্গাপুজো পেয়েছে হেরিটেজের স্বীকৃতি৷ সেই স্বীকৃতি দিয়েছে খোদ ইউনেসকো৷ এই তকমা কার সাফল্য, তা নিয়ে চর্চা রয়েছে৷ তবে এই হেরিটেজকে মানুষের মনে ঠাঁই দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে দুর্গাপুজো ফেস্টের বর্ণাঢ্য মিছিল বেরোবে৷ তার প্রস্তুতি শুরু করে দিয়েছে মালদা জেলা প্রশাসনও৷ নির্দিষ্ট দিনের একদিন আগে, আজ বিকেলে মালদা শহরের বৃন্দাবনি ময়দানে বিভিন্ন স্কুলের কন্যাশ্রীরা বিশেষভাবে দাঁড়াবে৷ তাঁদের দাঁড়ানোর মধ্যেই দুর্গাপুজোকে হেরিটেজ আখ্যা দেওয়ায় ইউনেসকোকে ধন্যবাদ জানানো হবে৷ তাদের দাঁড়ানোর মধ্যেই ফুটে উঠবে ‘মালদা থ্যাংকস ইউনেসকো৷’


জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,

আগামীকাল দুপুর দুটোয় মালদা শহরের বৃন্দাবনি ময়দান থেকে শুরু হবে দুর্গাপুজোর ফেস্ট মিছিল৷ মিছিলের দৈর্ঘ্য হবে প্রায় তিন কিলোমিটার৷ মিছিলে অংশগ্রহণের জন্য এর মধ্যেই জেলার দুই পৌরসভার ২৫০টি পুজো কমিটিকে ডাকা হয়েছে৷ এছাড়াও প্রতিটি ব্লক থেকে দুটি করে পুজো কমিটি লোকজন নিয়ে বিশেষ পোশাকে মিছিলে অংশ নেবে৷ মিছিলে থাকবে প্রতিটি স্কুলের কন্যাশ্রীরা৷ থাকবে থিমভিত্তিক একাধিক ট্যাবলো৷ গানের তালে মিছিলে পা মেলাবে সবাই৷ সারা শহর ঘুরে মিছিল শেষ হবে সেই বৃন্দাবনি ময়দানেই৷ সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে৷

Durga-Puja-procession-Malda-administration-started-preparation
মিছিলে থাকবে প্রতিটি স্কুলের কন্যাশ্রীরা

এ তো গেল রাজ্যের নির্দেশে প্রশাসনিক পদক্ষেপের বিষয়৷ কিন্তু এই মিছিল নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে৷ আড়ালে আবডালে অনেকেই বলছেন, এই মুহূর্তে নানাবিধ ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার৷ অনুব্রত, পার্থর গ্রেপ্তারিতে আরও অস্বস্তিতে তৃণমূল৷ তার মধ্যে সংবাদমাধ্যমে দলীয় সাংসদ ও বিধায়কদের মন্তব্য সেই অস্বস্তি আর গোপন থাকছে না৷ এসব নিয়ে তৃণমূলনেত্রীও যে বিব্রত, তা তাঁর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য স্পষ্ট ধরা পড়েছে৷ তাঁর অস্বস্তি আরও বাড়িয়েছে গোটা রাজ্যে থেকে সামনে চলে আসা বিভিন্ন দুর্নীতি৷ তার প্রতিটি ক্ষেত্রেই যে তাঁর দলের লোকজন জড়িয়ে রয়েছে, সেটা তাঁর থেকে ভালো কেউ জানে না৷ বিরোধীদের বক্তব্য, এই পরিস্থিতিতে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এবং দলের ভিতর দম বন্ধ করা পরিস্থিতির বদল আনতেই তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে দুর্গাপুজোর উন্মাদনা এক মাস আগেই বাঙালির মনে গেঁথে দিতে চাইছেন৷ তবে তাঁর এই কৌশলি পদক্ষেপ আদৌ কার্যকর হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে৷ কারণ, এই মুহূর্তে সিবিআই আর ইডি দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তদন্ত চালাচ্ছে, তাতে নিত্যদিন সামনে উঠে আসছে নতুন নতুন তথ্য, নতুন সব মুখ৷ সেই মুখগুলিকে উৎসবের মুখোশে কতদিন ঢেকে রাখা যায়, সেটাই এখন দেখার৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page