নিম্নমানের খাবার জিলা সংশোধনাগারে, বন্দিরা অনশনে
নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে শনিবার মালদা জিলা সংশোধনাগারের বিচারাধীন বন্দিরা অনশন শুরু করে। বিচারাধীন বন্দিদের অভিযোগ সংশোধনাগারে যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। সেই খাবার খেয়ে অসুস্থ হচ্ছে অনেকেই, এমনকি এর আগে বেশ কিছু বন্দি মারা গিয়েছে। যদিও এনিয়ে সংশোধনাগার কিংবা জেলা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা প্রশাসনিক মহলে ৷ এই অবস্থায় বন্দিদের পাশে এসে দাঁড়িয়েছে জেলার মানবাধিকার সংগঠনগুলি৷
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, নিকৃষ্ট এবং অপর্যাপ্ত খাবার, পরিস্রুত পানীয় জলের সমস্যা, নিকৃষ্ট শৌচাগারের ব্যবস্থা, বন্দিদের সঙ্গে সংশোধনাগার কর্মীদের খারাপ ব্যবহার সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে এদিন সকাল থেকে মালদা জেলা সংশোধনাগারে অনশন শুরু করেন বন্দিদের একটি বড়ো অংশ৷ তাঁদের আরও অভিযোগ, সম্প্রতি মালদা জেলা জুড়ে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে৷ অথচ সংশোধনাগারের ভিতরে মশা নিধনে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ এনিয়ে তাঁরা সংশোধনাগার সুপারের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ এই অবস্থায় তাঁরা জীবনের শঙ্কায় ভুগছেন৷ সেকারণেই তাঁরা এদিন থেকে অনশন শুরু করেছেন৷ যতক্ষণ না সংশোধনাগার কর্তৃপক্ষ তাঁদের আবেদনে সাড়া দেয়, ততক্ষণ তাঁদের অনশন চলবে৷
বন্দিদের এই সমস্যায় তাঁদের পাশে দাঁড়িয়েছে জেলার মানবাধিকার সংগঠনগুলি৷ এপিডিআর-এর মালদা জেলা সম্পাদক জিষ্ণু রায়চৌধুরি এপ্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরেই মালদা জেলা সংশোধানাগারের বন্দিরা পর্যাপ্ত ভালো খাবার ও পানীয় জলের জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন৷ অপরিস্রুত জল পান করে তাঁরা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন৷ কিন্তু বন্দিদের কোনও আবেদনে সংশোধনাগার কর্তৃপক্ষ কর্ণপাত করেনি৷ সেকারণেই নিজেদের অধিকার আদায়ে এদিন সকাল থেকে বন্দিরা অনশন কর্মসূচিতে শামিল হয়েছেন৷ জিষ্ণুবাবুর আরও অভিযোগ, মালদা সংশোধনাগারে অনেক বেআইনি কাজকর্ম চলছে ৷ বন্দিদের সঙ্গে কথা বলার জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আদায় করছেন সংশোধনাগার কর্মীরা৷ সবচেয়ে বড়ো বিষয়, মালদা জেলা সংশোধনাগারে ২৫০ থেকে ৪০০ জন বন্দি থাকার জায়গা থাকলেও সেখানে এখন হাজারের বেশি বন্দি রয়েছেন৷ এতে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে৷ তিনি গোটা বিষয় নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন৷ সমস্যা সমাধানে এদিন আইজির (কারা) সঙ্গেও কথা বলবেন তাঁদের সংগঠনের প্রতিনিধিরা৷
জেলার আরেক মানবাধিকার সংগঠন গৌড় মালদা হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস সেন্টারের সম্পাদক আইনজীবী মৃত্যুঞ্জয় দাস বলেন, খাবারের মান নিয়ে এদিন সকাল থেকে মালদা জেলা সংশোধনাগারের বন্দিরা অনশন শুরু করেছেন৷ বিষয়টি খুব বড়ো না হলেও তিনি এনিয়ে ডিআইজির (কারা) সঙ্গে আলোচনা করবেন ৷
তবে বন্দিদের অনশন নিয়ে এদিন জেলা সংশোধনাগার কিংবা জেলা প্রশাসনের কোনও কর্তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ জেলাশাসক কৌশিক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
প্রতীকী ছবি সৌজন্যে পিক্স অ্যাবে।
Comentários