top of page

স্কুল চত্বর থেকে উদ্ধার আটটি গোখরো, আতঙ্কে পড়ুয়ারা

মালদা শহরের নামকরা স্কুল চত্বর থেকে উদ্ধার আটটি গোখরো সাপের বাচ্চা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া সহ অভিভাবকরা। অবশেষে এক সর্পপ্রেমী এসে সাপের বাচ্চাগুলি ধরে বন দপ্তরের হাতে তুলে দেন।


আজ সকালে মালদা গার্লস হাইস্কুলের গার্ডের ঘরের কোনা থেকে আটটি সাপের বাচ্চা উদ্ধার হয়। এক অভিভাবক সারিকা রায় জানান, স্কুলে এসে শুনতে পেলাম স্কুল চত্বর থেকে সাত-আটটি সাপ ধরা পড়েছে৷ এসব বাচ্চা সাপ৷ ফলে এখানে নিশ্চিতভাবেই বড় সাপও রয়েছে৷ টিফিনের সময় স্কুলের বাচ্চারা মাঠে খেলাধুলো করে। যে কোনও সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এনিয়ে আমরা আতঙ্কিত। আমরা চাই, স্কুলকে দ্রুত সাপ মুক্ত করা হোক, কর্তৃপক্ষ নিয়মিত স্কুল সাফাই করুক।



স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় জানান, বর্ষার সময় সাপ দেখা যায়। এর আগেও স্কুল চত্বর থেকে সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল। স্কুলের সাফাই-কর্মীরা নিয়মিত স্কুল পরিষ্কার করেন। তারপরেও স্কুল চত্বর থেকে সাপ উদ্ধার হয়েছে। বিষয়টি আমরা বন দপ্তরে জানিয়েছি। স্কুল চত্বরে আগাছা তেমন নেই৷ তবে বড় গাছ রয়েছে৷ আমরা স্কুল ক্যাম্পাস আরও পরিষ্কার রাখার চেষ্টা করব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page