top of page

নির্বাচিত প্রতিনিধিরাও তৃণমূলের হাতে আক্রান্ত, বললেন সায়ন্তন

ভোটের পর এই রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ বেশি হচ্ছে৷ দেশ ভাগের পর পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর এমন নির্যাতন আগে কখনও হয়নি৷ মালদায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।


Elected-representatives-are-also-attacked-by-trinamool-says-sayantan
সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু

তিনি বলেন, নির্বাচনের পর তৃণমূলের অত্যাচারে বিজেপির এক লক্ষ নেতা-কর্মী ঘরছাড়া৷ এমনকি নির্বাচিত প্রতিনিধিরাও তৃণমূলের হাতে আক্রান্ত৷ তাঁদের সঙ্গে দেখা করতেই তিনি মালদায় এসেছেন৷ ঘরছাড়া নেতা-কর্মীদের কীভাবে ঘরে ফেরানো যায়, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে এগুলি খতিয়ে দেখতে যাবেন তিনি। করোনা পরিস্থিতি মাথায় রেখেই শাসকদলের আক্রমণের বিরুদ্ধে বিজেপি এখনও আন্দোলনে নামেননি৷ তবে সরকার ও প্রশাসন শাসকদলের এই হামলা বন্ধ করতে না পারলে কিংবা তাঁদের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর ব্যবস্থা না করা হলে করোনা আবহের মধ্যেই বিজেপি আন্দোলন করতে বাধ্য হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page