top of page

বিদ্যুতে রেল, ঝমাঝম স্বপ্ন

গ্রাম পেয়েছে, জেলার প্রধান শহর পায়নি৷ গত ২৫ জানুয়ারি মালদা জেলাবাসীর কাছে যেন ছিল এক গর্বের দিন৷ প্রজাতন্ত্র দিবসের আগের দিন জেলাবাসীকে পেটে নিয়ে ছুটে যাচ্ছিল ইলেকট্রিক ট্রেন৷ হোক না সে প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু ট্রেন তো! কাটিহার থেকে মালদা কোর্ট স্টেশন পর্যন্ত আসতে প্রতিটি স্টেশনে ট্রেনটিকে অবাক দৃষ্টিতে দেখেছিলেন গাঁ গঞ্জের মানুষ৷এমনকি প্রথম ইলেকট্রিক ট্রেনের চালকদের মিষ্টিমুখও করানো হয় বিভিন্ন স্টেশনে৷সেদিন গর্বে গাঁয়ের মানুষজনের বুকের ছাতি যেন ৬০ ইঞ্চি৷চুপসে যেতে হয়েছিল মালদা শহরের বাসিন্দাদের৷এখনও যে প্রধান শহর ইলেকট্রিক ট্রেনের হদিস পায়নি!


Electric Train to Start from Malda

কথা ছিল, আগামী মার্চের মধ্যেই গোটা মালদা জেলায় ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়ে যাবে৷এই জেলায় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলের সংযোগ রয়েছে৷সেই হিসাব মতো দুই রেলই কাজ শুরু করে৷নির্দিষ্ট সময় সেই কাজ শেষ করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল৷একই সঙ্গে পূর্ব রেলের পাকুড় থেকে মালদা স্টেশন পর্যন্ত লাইনের বৈদ্যুতিককরণের কাজ শুরু হয়৷কিন্তু মাঝপথে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা কোনো কারণে পিঠটান দেওয়ায় কাজের গতি ঢিলে হয়ে যায়৷ বেশ কিছুদিন পর ফের সেই কাজ শুরু হয়েছে৷কাজও চলছে অত্যন্ত দ্রুতগতিতে৷কিন্তু মার্চের মধ্যে সেই কাজ শেষ হবে না বলেই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে৷ফলে চলতি বছরের প্রথমভাগে মালদা শহরের বাসিন্দারা ইলেকট্রিক ট্রেনে চাপতে পারছেন না৷যদিও পূর্ব রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলতি বছরেই মালদা স্টেশন থেকে নিয়মিত ইলেকট্রিক ট্রেন যাতায়াত করবে৷

জেলায় ইলেকট্রিক ট্রেন চলাচল জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন৷কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা বা শিলিগুড়ি পৌঁছে কাজ শেষ করে সন্ধের মধ্যে বাড়ি ফিরতে কে না চায়! এনিয়ে জেলার বণিকসভা একাধিকবার রেল মন্ত্রকে আবেদন জানিয়েছে৷শেষ পর্যন্ত টনক নড়ে রেল মন্ত্রকের৷গত বছরই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মালদায় এসে জানিয়েছিলেন, ২০১৮ সালের মার্চ থেকেই এই জেলার ওপর দিয়ে ছুটবে ইলেকট্রিক ট্রেন৷সেই স্বপ্ন কবে পূরণ হবে, এখন সেদিকেই তাকিয়ে জেলাবাসী৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Yorumlar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page