top of page

ঘণ্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন মেডিকেলের জরুরি বিভাগ

ঘণ্টা খানেক বৃষ্টির জেরে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। মেডিকেলের চিকিৎসা পরিসেবা ব্যহত না হলেও জল পেরিয়ে রোগীদের নিয়ে যেতে গিয়ে মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর পরিজনরা। পাম্প বসিয়ে মেডিকেল থেকে জল নামানোর কাজ শুরু করেছে মেডিকেল কর্তৃপক্ষ।



সোমবার বিকেল চারটে থেকে ঘণ্টা খানেকের মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। জল ঢুকে পড়ে জরুরি বিভাগেও। বৃষ্টি ছাড়তেই তড়িঘড়ি জল নামানোর কাজ শুরু করে মালদা মেডিকেল কর্তৃপক্ষ। মেডিকেল সুপার পূরঞ্জয় সাহা জানান, নিচু এলাকা হওয়ায় মেডিকেল চত্বরে সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। আজও বৃষ্টিতে জরুরি বিভাগে জল ঢুকে পড়েছিল। তবে জল নামার কাজ দ্রুত গতিতে চলছে। কিছুক্ষণের মধ্যেই জল পুরোপুরি নেমে যাবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

댓글


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page