বল ভেবে বোমা হাতে, বিস্ফোরণে আহত কিশোর
জমিতে কাজ করতে গিয়ে বল ভেবে বোমা হাতে তুলে নিতেই বিস্ফোরণ। বিস্ফোরণে আহত এক কিশোর। আহত কিশোর বর্তমানে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের নতুন নঘরিয়া গ্রামে।
আহত কিশোরের নাম সাব্বির নাদাব (১২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে জমিতে কাজ করতে গিয়েছিল সাব্বির। জমিতে বল ভেবে একটি বোমাতে হাতে দিতেই বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।
এক আত্মীয় তাসিরুল নাদাব জানান, সাব্বির জমিতে কাজ করতে গিয়েছিল। কাজ করতে গিয়ে সাব্বির একটি বোমা পায়। তাতে হাত দিতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সাব্বির বাম হাতে আঘাত লাগে। বর্তমানে সে নার্সিংহোমে চিকিৎসাধীন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות