ইংরেজবাজারে আমার বাড়ি প্রকল্পের পাসবই বিতরণ
আমার বাড়ি প্রকল্পের শতাধিক উপভোক্তাদের হাতে পাসবই তুলে দেওয়া হল। বুধবার মালদা টাউন হলে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে ইংরেজবাজার পুরসভা।
জানা গেছে, ২০১৮-১৯ সালে আমার বাড়ি প্রকল্পের আবেদনপত্র জমা পড়েছিল ইংরেজবাজার পুরসভায়। এরপর মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল আবেদনপত্রগুলি। সেই ভিত্তিতে পুরসভার স্থায়ী বাসিন্দা ৮১৯ জনের নাম ঠিক করা হয়। বুধবার এই ৮১৯ জনের মধ্যে প্রথম ধাপে শতাধিক উপভোক্তার হাতে পাসবই তুলে দেওয়া হয়। প্রথম কিস্তিতে আড়াই হাজার টাকা পাবেন তারা। এরপর ধাপে ধাপে দেওয়া হবে তিন লক্ষ ৬০ হাজার টাকা।
বুধবার মালদা টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই উপভোক্তাদের পাসবই তুলে দেওয়া হয়। টাউন হলে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ, প্রশাসক মণ্ডলীর সদস্য বাবলা সরকার, চৈতালি সরকার সহ অন্যান্যরা।
[ আরও খবরঃ দেওয়াল ভেঙে সোনার দোকানে চুরি, অভিযোগ থানায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント