top of page

হুঁশ ফিরছে না, মাস্ককে মাস্ট করতে ধরপাকড় ইংরেজবাজারে

দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। যেভাবে মানুষ পুজোর বাজার করতে নেমেছেন, তা দেখে চিকিৎসকদের একাংশ অনুমান করছেন পুজোর পরে সংক্রমিতের সংখ্যাটা চূড়ায় পৌঁছবে। এনিয়ে চিকিৎসকরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন। তবু যেন হুঁশ ফিরছে না মানুষের। মালদা শহরের রাস্তায় মাস্ক ছাড়ায় ঘুরতে দেখা যাচ্ছে বহু মানুষকে।



পুজোর আগে সংক্রমণ রুখতে মাস্ক ছাড়া টোটোচালকদের ধরপাকড় শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার সকাল থেকে মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রায় ৪০টি টোটো আটক করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি মাস্ক না পড়ায় আটক করা হয়েছে পথচলতি মানুষদেরও। পুজোর দিনগুলিতেও এই কর্মসূচি জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় মালদা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৮৮জন। গত সপ্তাহে সেই সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়েছিল। পুজোর মুখে যে হারে মানুষের ভিড় রাস্তায় দেখা যাচ্ছে, তা নিয়ে চিন্তিত মালদা মেডিকেল কর্তৃপক্ষও। মেডিকেলের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষের পাশাপাশি শহরের ক্লাবগুলিকে সচেতন করা হচ্ছে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Hozzászólások


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page