top of page

মেডিকেল কলেজের চিকিৎসকদের সংবর্ধনা পুলিশের

ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস ডক্টরস ডে হিসেবে পালিত হয়। ডক্টরস ডে’তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা দিল ইংরেজবাজার থানার পুলিশ। উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। জেলা পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি চিকিৎসকরাও।


ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, আজকের দিনটি ডক্টরস ডে হিসেবে পালিত হয়। করোনার মধ্যে অনেক চিকিৎসক সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণ হারিয়েছেন। এই দিনে আমরা চিকিৎসকদের দীর্ঘায়ু কামনা করে মালদা মেডিকেল কলেজের কয়েকটি বিভাগের চিকিৎসকদের সংবর্ধনা দিলাম।



চিকিৎসক সন্দীপ চক্রবর্তী জানান, ইংরেজবাজার থানা থেকে আজ আমাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ বছরের চাকরিতে এই প্রথম এধরণের সংবর্ধনা পেলাম। পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুবই ভালো লাগছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page