Search
জমা জলের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 29, 2020
- 1 min read
দীর্ঘ ছয় মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল না মেলায় আজ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে মহকুমাশাসক ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে জলবন্দি হয়ে ঘরে বসে রয়েছেন ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, নেতাজী কলোনি, কৃষ্ণপার্ক এলাকার বাসিন্দারা। বাড়ি থেকে বেরোতে গেলেই নোংরা পচা জল ঠেঙিয়ে যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পুর প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি। এমনকি স্থানীয় কাউন্সিলরেরও কোনো হেলদোল নেই এই বিষয়ে। বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের প্রশাসনের আশ্বাসেও অবরোধ তোলেননি তাঁরা। অবশেষে প্রায় ঘণ্টা তিনেক পর ঘটনাস্থলে যান মহকুমাশাসক (সদর) সুরেশচন্দ্র রানো ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। তাঁদের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
[ আরও খবরঃ বন্যার প্রথম কোপ বামনগোলায়, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments