top of page

মহানন্দায় তলিয়ে গেল যুবক, তল্লাশির পর মিলল দেহ

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। প্রায় ৪৫ মিনিট পর দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ওই যুবককে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের উত্তর বালুচর এলাকায়।


English Bazar Youth drowned in the river mahananda
প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির পর দেহ পাওয়া যায়। প্রতীকী ছবি

মৃত যুবকের নাম নয়ন দাস (২২)। জানা গিয়েছে, বুধবার দুপুরে মহানন্দা নদীতে স্নান করতে নামে নয়ন। জলে ডুব দিয়ে আর না ওঠায় স্থানীয় লোকজন তাকে খোঁজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট খোঁজাখুঁজির পর দেহ পাওয়া যায়। তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page