top of page

ভাতৃবধূকে কুপ্রস্তাব

ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষ্মীপুর গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে ভাতৃবধূর আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে৷ আক্রান্ত হয়েছেন ওই বধূর স্বামীও৷ তাঁরা দুজনেই বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাসুর পলাতক৷


ভাতৃবধূকে কুপ্রস্তাব

বছর চারেক আগে বিয়ে হয় কাজল মণ্ডল (৩২) ও মানসী মণ্ডলের (২৬)৷ কাজলবাবু খানিকটা মানসিক ভারসাম্যহীন৷ কৃষিকাজ করেই তাঁদের সংসার চলে৷ সেই ভিটেতেই বসবাস করেন কাজলবাবুর দাদা অমল মণ্ডল৷ কিছুদিন আগে স্বামীকে ছেড়ে চলে গিয়েছেন অমলের স্ত্রী৷ গ্রামবাসীদের বক্তব্য, অমলের মদ্যপান ও অত্যাচারে অতিষ্ঠ হয়েই তার স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যান৷ অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই ভাতৃবধূর উপর কুনজর পড়ে অমলের৷ বছরখানেক ধরে তা অনেক বেড়ে যায়৷ প্রকাশ্যেই ভাতৃবধূকে কুপ্রস্তাব দিতে থাকে সে৷ এনিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিলই৷ গতকাল রাতে ঝামেলা বাড়ে৷

মানসীদেবীর মা চন্দনা বসাক বলেন, গত এক বছর ধরে তাঁর মেয়েকে অসম্ভব জ্বালাচ্ছে অমল৷ সে তাঁর মেয়ের সঙ্গে থাকতে চায়৷ তিনি মেয়েকে কোনওভাবে বুঝিয়ে রাখতেন৷ এনিয়ে তাঁর মেয়ে ভাসুরের বিরুদ্ধে মামলাও করে৷ গতকাল রাতে অমলের অত্যাচার আরও বাড়ে৷ মাঝরাতে মদ্যপ অবস্থায় সে তাঁর মেয়ের ঘরের চালে ইট ছুঁড়তে থাকে৷ শব্দে তাঁর মেয়ে ও জামাই ঘরের বাইরে বেরিয়ে এলে অমল মানসীকে ফের কুপ্রস্তাব দেয়৷ সে তাঁর মেয়ের সঙ্গে ঘর করতে চায়৷ তাতে রাজি না হওয়ায় গতকাল রাতে অমল ধারালো হাঁসুয়া দিয়ে তাঁর মেয়েকে কোপাতে যায়৷ কোপ প্রতিহত করতে গেলে মানসীর হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ স্ত্রীকে বাঁচাতে গিয়ে হাতে কোপ লেগেছে জামাইয়েরও৷ রাতেই দুজনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁরা এই ঘটনা ইংরেজবাজার থানায় জানাবেন৷ তারই প্রস্তুতি শুরু করেছেন তাঁরা৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page