ক্রিকেট বেটিংচক্র গ্রেফতার ইংরেজবাজারে
সামনেই ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ। আকাশ ছোঁয়া দামে বিক্রি হয়েছে বহু ক্রিকেটার। আর তাদের নিয়ে বাজার গরম জুয়ারি মহলে। এই বেটিং চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই৷ বিশ্বের যে কোনও দেশে, যে কোনও ধরনের ক্রিকেট খেলা হলেই সক্রিয় হয় এই চক্র৷ বিশেষত মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এই বেটিং৷ বাদ নেই চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজও। চলছে রমরমিয়ে বেটিং, আর এই বেটিং রুখতেই অভিযান ইংরেজবাজার থানার। গতকাল রাতে শহরের বিনয় সরকার রোডের চুড়িপট্টি থেকে বেটিং চক্রের ৫ পান্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
বাজেয়াপ্ত করা সামগ্রী ও ধৃত ৫ পাণ্ডা
চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে বেটিং নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল। গতকাল ইংরেজবাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর কাছে খবর আসে, বিনয় সরকার রোডের চুড়িপট্টি এলাকায় মনোতোষ সাহার বাড়ি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই বেটিং৷ সঙ্গে সঙ্গে পূর্ণেন্দুবাবুর নেতৃত্বে একটি টিম সেই বাড়িতে হানা দেয়৷ হাতেনাতে ধরা পড়ে যায় ৫ জন৷ ধৃতরা হল মনতোষ সাহা (৩৮), নরেন বর্মণ (৩৮), উজ্জ্বল রায় (৪০), আতাউল হোসেন (৩৪) ও উত্তম ঘোষ (৩৭)৷ নরেন ও উজ্জ্বলের বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি ও সাহাপুর এলাকায়৷ আতাউল মালদা শহরের বক্ষাটুলির বাসিন্দা৷ উত্তমের বাড়ি পাকুড়তলায়৷ তাদের হেপাজত থেকে ১৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাবলেট, একটি টিভি ও বেটিং সংক্রান্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments