মালদা স্টেশন পরিচ্ছন্ন রাখতে সাফাই অভিযান
একদিকে শহর পরিচ্ছন্ন রাখতে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে অন্যদিকে মালদা টাউন স্টেশনের প্রবেশ দ্বারে জমছে জঞ্জালের স্তূপ। দীর্ঘদিন ধরে জমা জঞ্জালের স্তূপের কারণে এলাকা যেমন দুর্গন্ধময় হয়েছে সেই সঙ্গে অসুবিধার সৃষ্টি হচ্ছে রেলযাত্রী ও সাধারণ পথচলতি মানুষেরও। স্থানীয় ২২ ও ২৬ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে বারবার লিখিত আবেদন জানিয়েও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
অবশেষে স্থানীয় ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার অঞ্জু তেওয়ারি-র নেতৃত্বে দুই ওয়ার্ডের প্রায় শতাধিক বাসিন্দা রবিবার সকালে রেল স্টেশন সংলগ্ন এলাকা পরিষ্কার করতে পথে নামল। স্থানীয় কাউন্সিলার নরেন্দ্রনাথ তেওয়ারি অভিযোগ করেন যে এলাকাটি রেলের আওতাধীন, তাই এলাকার জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব রেলের। কিন্তু দীর্ঘদিন জঞ্জাল সাফাই না হওয়ার ফলে এলাকা দুর্গন্ধময় হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে অভিযোগ জানান। কিন্তু রেলের তরফ থেকে কোনো উদ্যোগ না নেওয়ার ফলে বাধ্য হয়েই স্থানীয় বাসিন্দারা এলাকা আবর্জনামুক্ত রাখতে পথে নেমেছেন। রবিবার অর্ধেক এলাকা পরিষ্কার করা সম্ভব হয়েছে এবং সোমবারে বাকি এলাকা সম্পূর্ণ পরিষ্কার হবে বলে জানান নরেন্দ্রবাবু।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments