top of page

নিপা ভাইরাসের বিষয়ে সতর্কতা মেডিকেল কলেজের

নিপা ভাইরাসে মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে সেই অবস্থায় অনেকটা আশার বাণী শোনালেন মালদা মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ অমিত দাম।



অমিতবাবু জানান, জেলায় এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির সন্ধান মেলেনি, তবে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে সতর্ক আছেন। কারণ জেলার বহু মানুষ কর্মসূত্রে কেরলে বসবাস করেন। ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ৪ শয্যার বন্দোবস্ত করা আছে নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করার জন্য। এই ৪শয্যার মধ্যে ২ টি পুরুষ ২ টি মহিলা রুগীর জন্য সংরক্ষিত। আক্রান্ত রোগীর চিকিৎসার প্রয়োজনীয় গ্লাভস, ইন নাইনটি ফাইভ মাস্ক, এছাড়া অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম মজুত করে রাখা আছে।

জেলাবাসীদের সতর্ক করে মেডিক্যাল কলেজের সুপার বলেন, কোন অবস্থাতেই কাটা ফল অথবা কোন পোকা লাগা, বা পাখি বা যে কোন প্রাণীর কামড় দেওয়া ফল খেতে নিষেধ করেছেন। সেই সঙ্গে তিনি সমস্ত ফল ভালো করে ধুয়ে খেতে অনুরোধ করেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page