মালদায় ২১ জুলাই পালন তৃণমূলের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 21, 2018
- 1 min read
Updated: Mar 9, 2023
একুশে জুলাই শহীদ দিবস স্মরণ করল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। শনিবার দুপুর ২ টা নাগাদ, মালদা শহরের কালিতলা এলাকায় শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত বলা যেতে পারে ২৫ বছর আগে ২১ জুলাই কলকাতা মহানগরে ‘নো আইডেন্টি কার্ড নো ভোট’-এই শ্লোগান তুলে আন্দোলন করার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কয়েকজন যুব কংগ্রেসের কর্মী। আহত হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সময় তিনি যুব কংগ্রেসের একজন নেত্রী ছিলেন। পরে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করার পর থেকে ২১ শে জুলাই শহীদ দিবস হিসেবে স্মরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা ধর্মতলায় যেতে পারেননি তারা শ্রদ্ধা নিবেদন করলেন শহীদ বেদীতে। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা সঞ্জীব দাস, অনির্বাণ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments