top of page

শহরের বাঁধ রোডে প্রাতঃভ্রমণকারীদের হাতে ধরা পড়ল ছিনতাইবাজরা

বেশ কিছুদিন ধরেই মালদা শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। বিশেষত শহরের বাঁধ রোড এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগও দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। গতকাল সকালে বাঁধ রোডে প্রাতঃভ্রমণকারীদের হাতে ধরা পড়ে যায় দুই ছিনতাইবাজ। গণপিটুনির পর তাদের পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।


গত এক মাসে ছিনতাইবাজরা বেশ কয়েকজনের টাকাপয়সা ও সোনার গহনা ছিনিয়ে পালায় বলে খবর পাওয়া গিয়েছে। এনিয়ে বেশ কয়েকটি অভিযোগও দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই দুষ্কৃতীরা বাইরে থেকে এসে শহরে ছিনতাই করছে। গতকাল সকালে প্রাতঃভ্রমণকারী এক মহিলার গলার সোনার চেন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় দুই যুবক। তাদের নাম তাজামূল শেখ ও নূর আলম। দুজনেরই বাড়ি কালিয়াচকের সুজাপুরে। প্রাতঃভ্রমণকারীরা তাদের তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি গুলি ভর্তি পাইপগান। এরপরেই উত্তেজিত জনতা ওই দুই যুবককে বেধড়ক মারধর শুরু করে। খবর দেওয়া হয় পুলিশে। অবশেষে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সাদা পোশাকের পুলিশবাহিনী।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page