পথ নিরাপত্তা সপ্তাহে সামিল মালদা কলেজের পড়ুয়ারা
দুর্ঘটনা রুখতে রাজ্য সরকার 'সেফ ড্রাইভ,সেভ লাইফ'- স্লোগানের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই অঙ্গ হিসাবে ইংরেজবাজার শহরে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল মালদা কলেজ স্টুডেন্টস কাউন্সিল।
বুধবার মালদা কলেজের সামনে রবীন্দ্র এভিনিউতে রবীন্দ্র মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপিতা তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, পুরসভার উপ-পুরপিতা দুলাল সরকার, অন্যান্য কাউন্সিলরগণ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাস চৌধুরী সহ বিভিন্ন অধ্যাপকগণ ও মালদা কলেজের ছাত্র ছাত্রীরা। মালদা কলেজ স্টুডেন্টস কাউন্সিলের সাধারণ সম্পাদিকা কস্তুরী সরকার বলেন এই অনুষ্ঠানে পথে যে সকল বাইক আরোহী হেলমেট ব্যবহার করেছেন তাদের মিষ্টি ও গোলাপ ফুল দিয়ে তাদের সম্মান জানানোর পাশাপাশি তাদের হেলমেট পরে বাইক চালানোর উৎসাহ দেওয়া হয়। আর যারা হেলমেট বিহীন অবস্থায় বাইক চালাচ্ছিলেন তাদের মাথায় হেলমেট পরিয়ে সতর্ক করে দেওয়া হয়। বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন মালদা কলেজের ছাত্র ছাত্রীদের এই উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে হেলমেট পরে বাইক চালানো উচিত এবং দুর্ঘটনা ঘটলে বাইক আরোহীর মৃত্যু হয়নি হেলমেট ব্যবহারের কারণে-এটাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments