top of page

রাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার আশঙ্কা মেডিকেল কলেজে

মালদা মেডিকেল কলেজের চিকিৎসক হিসাবে কাজে যোগ দিলেন জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন৷ তাতে মেডিকেল কলেজেও রাজনীতির আশঙ্কা প্রকাশ করেছেন কিছু চিকিৎসক। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায় রোগীদের সাহায্যের জন্য মেডিকেল কলেজে যোগদান করেছেন বলে জানান মোয়াজ্জেম সাহেব।



মোয়াজ্জেম সাহেব জানান, দীর্ঘ ৩২ বছর তিনি কলকাতার বিআর সিং হাসপাতালে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করেছেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি মালদা মেডিকেল কলেজে যোগ দিয়েছেন৷ তবে এই কাজের জন্য তিনি কোনও মাইনে নেবেন না৷ তবুও সরকারি নিয়ম মেনে তিনি মাসে এক টাকা চুক্তিতে কাজে যোগ দিয়েছেন৷ তিনি শুধুমাত্র আউটডোরে বসবেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে তাঁকে কাজে লাগাবে, তিনি সেভাবেই কাজ করবেন৷ তিনি নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট সময়েই মেডিকেল কলেজে উপস্থিত থাকবেন। রাজনীতিতে পুরোপুরি ঢুকে পড়লেও চিকিৎসার কাজটা তিনি গত ৫ বছর ধরে চালিয়েই গিয়েছেন। মুখ্যমন্ত্রী মালদা জেলায় স্বাস্থ্য পরিষেবা আরও ভালো করতে চাইছেন৷ তিনি মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে চান৷ মালদা মেডিকেলের সমস্ত সমস্যাগুলি নিয়ে তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছেন৷ তিনি সবাইকে নিয়েই এই মেডিকেল কলেজের উন্নতি করতে চান৷

মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছিলেন, তাঁরা যাতে মোয়াজ্জেম সাহেবের অভিজ্ঞতাকে কাজে লাগান৷ প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ মোয়াজ্জেম সাহেবের মূল্যবান পরামর্শ তাঁদের কাজে আসবে৷ শুধু আউটডোর নয়, জটিল অপারেশনের ক্ষেত্রেও পরামর্শ নেওয়া হবে৷ তবে মোয়াজ্জেম সাহেবের রাজনীতির অংশটি তাঁদের কাছে মুখ্য নয়৷ তিনি এনিয়ে কিছু বলতেও চান না৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page