নির্বাচনের প্রস্তুতি বৈঠককে ঘিরে উত্তেজনা রাজনৈতিক মহলে
মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক হল এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন দপ্তরের অ্যাডিশনাল ইলেকশন অফিসার সঞ্জয় বসু, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ সমস্ত ব্লকের বিডিওরা। জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বৈঠকটি চলে। জেলার বিভিন্ন ব্লকে নির্বাচন সংক্রান্ত কি ধরনের পরিস্থিতি ও পরিকাঠামো রয়েছে সে বিষয় নিয়েও এক প্রস্তর আলোচনা হয় এদিনের বৈঠকে।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, এদিনের আলোচনায় জেলার বিভিন্ন ব্লকের বিডিও, এআরও-দের নিয়েই মূলত ২০১৯- এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক করা হয়েছে । এদিনের বৈঠকে অ্যাডিশনাল চিফ ইলেকশন অফিসার সঞ্জয় বসু উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন ব্লকের নির্বাচন সংক্রান্ত বিষয়ে জানতে চান। জেলার বিভিন্ন ব্লকের সমস্ত পরিকাঠামো বিষয়টি জানার পরই সন্তোষ প্রকাশ করেন চিফ ইলেকশন অফিসার। নির্বাচনের জন্য জেলা পুলিশ ও প্রশাসন সম্পূর্ণভাবে তৈরি রয়েছে বলেও জানান জেলাশাসক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments