গরিব পরিবারকে ফ্রি-তে রান্নার গ্যাস পরিসেবা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 29, 2018
- 1 min read
Updated: Mar 22, 2023
সব পরিবারকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নিল পেট্রলিয়াম মন্ত্রক। মালদা জেলায় সেনসাস অনুযায়ী বর্তমানে পরিবারের সংখ্যা ৯ লাখ ২২ হাজারের ওপর। এদের মধ্যে ৬ লাখ ১৩ হাজার পরিবার রান্নার গ্যাস ব্যবহার করেন। যাদের মধ্যে ৩ লাখ ৪ হাজার ৯৫৩ জনকে প্রধানমন্ত্রী উজালা যোজনা প্রকল্পে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে গত ২ বছরে।
শনিবার এক সাংবাদিক বৈঠক ডেকে ভারত সরকারের পেট্রলিয়াম মন্ত্রকের মালদা জেলার নোডাল অফিসার সৌম্যরঞ্জন মল্লিক জানান, ‘যে সব পরিবার এখনও গ্যাস ব্যবহার করেন না, তাদেরকে নতুন গ্যাসের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব পরিবারদের ক্ষেত্রে গ্যাসের সংযোগ নিতে যে সিকিউরিটি (১,৬০০ টাকা) জমা দিতে হয়, সেই টাকা মেটাবে পেট্রলিয়াম কোম্পানিগুলি। শুধু তাই নয়, কারোর জন্য ওভেন কেনার টাকাও না থাকে, তাকেও ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। সেই ঋণের টাকা শোধ হবে গ্যাসের ভরতুকি থেকে। শুধুমাত্র গ্যাসের টাকা দিতে হবে। গরিব পরিবারদের জন্য ৫ কিলো ওজনেরও সিলিন্ডার করা হয়েছে। গ্যাসের সংযোগ নিতে গেলে আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাস বইয়ের জেরক্স কপি নির্দিষ্ট গ্যাস ডিলারের কাছে গেলে, সঙ্গে সঙ্গেই গ্যাসের সংযোগ পাওয়া যাবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ফাইল ছবি।
Opmerkingen