Search
মন্দিরের তালা ভেঙে লক্ষ টাকার গয়না চুরি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 19, 2019
- 1 min read
Updated: Mar 22, 2023
ইংরেজবাজারের হায়দারপুর এলাকায় মন্দিরের তালা ভেঙে মায়ের গয়না সহ বাসনপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে এলাকার লোকজন দেখতে পান মন্দিরের গেটের তালা ভাঙা। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
হায়দারপুর এলাকার ওই মন্দিরের দায়িত্বে রয়েছেন অগ্রণী ক্লাবের সদস্যরা। প্রতিদিন দু’বেলা পুজো হয় মন্দিরে। ক্লাবের সেক্রেটারি জানান, আজ সকালে আমরা বিষয়টি বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি মন্দিরে ছুটে আসি। খবর দেওয়া হয় থানাতেও। মায়ের সমস্ত দেহের অলংকার সহ বাসনপত্র নিয়ে পালিয়েছে চোরের দল। প্রায় লক্ষাধিক টাকার সোনার অলংকার নিয়ে পালিয়েছে চোরেরা। শহরের বুকে এরকম চুরির ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ প্রশাসনের উচিত বিষয়টিতে নজর দেওয়া।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments