টানা ৭মাস নিখোঁজ মেয়ে, অবশেষে মৃতদেহ মিলল
টানা ৭মাস নিখোঁজ ছিল মেয়ে। অবশেষে এদিন মেয়ের মৃতদেহ এল পরিবারের কাছে। এই ঘটনায় পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।
উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে বসবাস ঊষা রজক। গত জুলাই মাসে মা উমাদেবীর সাথে নৈহাটি থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হয় ঊষা। নৈহাটি স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় থেকে নিখোঁজ হয়ে যায় ওই ঊষা। পরিবারের পক্ষ থেকে মিসিং ডায়েরি ও করা হয়। কিছুদিন আগে ওই যুবতীকে মালদা শহরে ভবঘুরে অবস্থা থেকে উদ্ধার করে জেলা শিশু কল্যাণ ও নারী কল্যাণ দফতরের কর্মীরা। সে অসুস্থ থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ অক্টোবর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ঊষার। ঊষার মৃতদেহ এতদিন মালদা মেডিকেল কলেজের মর্গে ছিল। পরিবারের সদস্যরা খবর পেয়ে মৃতদেহ শনাক্ত করেতে মালদা মেডিকেলে আসেন। ঊষার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। ঊষার মৃত্যু নিয়ে তাঁরা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে গাফিলতিরও।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments