Search
রাতে গান বাজাতে বারণ করে মাথা ফাটল বাবার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 26, 2019
- 1 min read
Updated: Mar 28, 2023
গভীর রাতে উচ্চ শব্দে হোম থিয়েটার বাজানোর প্রতিবাদ করায় বাঁশ দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার জাহাজফিল্ড এলাকায়। আক্রান্ত বাবার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আক্রান্ত বাবার নাম বাণেশ্বর মণ্ডল (৬০)। অভিযোগ, গতকাল রাতে উচ্চস্বরে হোম থিয়েটার বাজানোর প্রতিবাদ করেছিলেন বাণেশ্বরবাবু। সেই সময় ছেলে সোনিকুমার মণ্ডল বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে। বাণেশ্বরবাবুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments