top of page

বিশ্ব এইডস দিবসে মেডিকেল কলেজে পদযাত্রা

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে একটি পদযাত্রার আয়োজন করা হয়। শনিবার সকাল দশটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। মালদা মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।



এদিন ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস জানান, এইডস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করা হয়। এদিন তাঁদের এই পদযাত্রা মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page