top of page

এক সময়ের পঞ্চায়েত প্রধান এখন রাস্তার কাজের শ্রমিক

এক সময়ের পঞ্চায়েত প্রধান! তাও রাজ্যের শাসকদলের। এলাকায় সততার জন্য যথেষ্ট নাম ডাক রয়েছে তাঁর। অথচ আজ সরকারি একটি ঘরের জন্য তাঁকেই বারবার আবেদন করতে হচ্ছে। খিদে মেটাতে কখনও রাস্তায় কাজ করছেন কখনও ইটভাটায়। বর্তমানে তিনি পূর্ত দপ্তরের রাস্তার কাজে শ্রমিক হিসেবে কাজ করছেন। এভাবেই দিনের পর দিন কাটছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের।


২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসনে ছিলেন দীপালি মণ্ডল। এই সময়ে যথেষ্ট দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। যদিও তারপর দল আর তাঁকে টিকিট দেয়নি। স্বামী বীরেন মণ্ডল অনেকদিন আগেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। একমাত্র ছেলেও বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। সেই সময় থেকে রাঙামাটিয়া গ্রামে বাবার বাড়িতেই থাকেন দীপালিদেবী। কাঁচা বাড়ির সামনে ছোট্ট একটা চায়ের দোকান রয়েছে তাঁর বাবা অবিনাশ মণ্ডলের। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে শ্রমিকের কাজ করছেন দীপালিদেবী।



দীপালিদেবী জানান, দুই বছর ভাবুক অঞ্চলের তৃণমূলের প্রধান ছিলাম৷ মানুষের জন্য সততার সঙ্গে কাজ করেছি৷ অনেক মানুষকে বাড়ি করে দিয়েছি৷ অথচ নিজের ঘরবাড়ি কিছু নেই৷ স্বামী, ছেলে ছেড়ে চলে যাওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। নিজের ছোট্ট একটা জায়গা রয়েছে৷ তাই সরকারি ঘরের আবেদন করেছিলাম৷ কিন্তু হয়নি৷ একটা সময় দলের জন্য কাজ করেছি৷ কিন্তু আমার এই পরিস্থিতিতে দলের তরফে কোনও সাহায্য পাইনি।


তৃণমূলের ভাবুক অঞ্চলের সভাপতি দিলীপ হেমব্রম জানান, দীপালিদেবী আমাদের দলেরই প্রধান হিসাবে কাজ করেছেন৷ তাঁর নিজের বাড়ি নেই, তা জানা ছিল না৷ তিনি কষ্ট করে দিনযাপন করছেন সেই খবর রয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page