Search
পরীক্ষা শেষে মারধর পরীক্ষার্থীকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 12, 2022
- 1 min read
পরীক্ষা শেষ হতেই এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠল অন্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচলের কলিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। তবে নির্যাতিত পরীক্ষার্থী এই ঘটনায় পুলিশে অভিযোগ করতে রাজি হয়নি।
আক্রান্ত পরীক্ষার্থীর নাম আশরাফুল আলম। বাড়ি চাঁচল-২ ব্লকের ভাকরি পঞ্চায়েতের সাউরগাছি এলাকায়। আশরাফুল চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউটের মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা শেষে আশরাফুল স্কুল থেকে বেরোতেই কিছু পরীক্ষার্থী তাকে মারধর শুরু করে।
আশরাফুল জানায়,
পরীক্ষা দিয়ে স্কুলের বাইরের বের হতেই ওই পরীক্ষা কেন্দ্রের বেশ কয়েকজন পরীক্ষার্থী আমাকে ঘিরে মাটিতে ফেলে মারধর করে পালিয়ে যায়। কী কারণে ওরা মারধর করল তা বুঝতে পারছি না। তবে বাকি পরীক্ষার জন্য এখনই পুলিশে অভিযোগ দায়ের করছি না।
[ আরও খবরঃ বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি সোশ্যাল মিডিয়ায়, বিতর্ক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires