চোলাই নষ্ট করতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিক্ষোভের মুখে আবগারি দপ্তরের কর্মীরা
আদিবাসী সম্প্রদায়ের বাঁদনা পরব উপলক্ষ্যে প্রায় প্রতিটি বাড়িতে চোলাই মদ তৈরি হয়। সেই হাড়িয়া নষ্ট করতে গিয়ে আদিবাসী মহিলাদের মারধরের অভিযোগ আবগারি দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে আবগারি দপ্তরের গাড়ি ও কর্মীদের আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রাইলা গ্রামে।
আদিবাসী সম্প্রদায়ের উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব বাঁদনা পরব। এই উৎসবে প্রায় সমস্ত আদিবাসীদের বাড়িতে চোলাই মদ তৈরি করা হয়। জানা গিয়েছে, নিষিদ্ধ চোলাই মদ রুখতে বৃহস্পতিবার সকালে সাতটি গাড়ি নিয়ে যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রাইলা গ্রামে যান আবগারি দপ্তরের কর্মীরা। হাড়িয়া নষ্ট করার নামে আদিবাসীদের ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে আবগারি দপ্তরের আধিকারিক ও কর্মীদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント