শাসক-বিরোধী শিবিরে ধাক্কা, নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন কংগ্রেস শিবিরে
লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে মালদা জেলার দুটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল ও বিজেপি। লোকসভা নির্বাচনের ঠিক আগে ধস নামল শাসক ও বিরোধী শিবিরে। সোমবার ঘাসফুল ও গেরুয়া শিবির থেকে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের আগে শাসক ও বিরোধী শিবির থেকে কর্মীদের যোগদান করায় বাড়তি অক্সিজেন জোগাচ্ছে হাত শিবিরে।
মালদা জেলার দুই কেন্দ্রের শাসক-বিরোধী শিবিরের প্রার্থী ইতিমধ্যে ঘোষণা হয়েছে। কংগ্রেসের প্রার্থী নিয়ে এখনও দলের মধ্যে গুঞ্জন থাকলেও দলেরই একাংশ নিশ্চিত দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ইশা খান চৌধুরি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই পরিস্থিতিতে সোমবার তৃণমূল ও বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর যোগদান ঘিরে কংগ্রেস মহলে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন শতাধিক তৃণমূল ও বিজেপি নেতাকর্মীরা
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments