top of page

রাতে বিকট শব্দে কেপে উঠল মানিকচক

বিস্ফোরণে গুরুতর আহত দুই ব্যক্তি। আহতরা পুলিশি প্রহরায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের মথুরাপুরের কাকরিবাঁধা সিংপাড়ায়। ঘটনাস্থল থেকে ৬টি বাটুলি বোমা উদ্ধার করেছে পুলিশ।



আহত দুই ব্যক্তির নাম সিটু মণ্ডল (২০) ও কৃষ্ণা চৌধুরি (২১)। দুজনেরই বাড়ি ভূতনি থানা এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়৷ ঘটনাস্থল থেকে ৬টি তাজা ছোটো বোমা উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা বর্তমানে পুলিশি নিরাপত্তায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷


স্থানীয় বাসিন্দা মৌসুমি সিংহ জানালেন, “রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ বাবা টর্চ নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন৷ আমরা স্থানীয়দের ফোন করে বিষয়টি জানাই৷ ঘটনাস্থলে এখনও ৬টি বোমা পড়ে রয়েছে৷ এই ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি৷”

স্থানীয়দের অনুমান, ধৃতরা ঘটনাস্থলে বোমা তৈরি করছিল৷ বোমা বাঁধতে গিয়ে অসতর্কতাবশত বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ পুলিশের পক্ষ থেকে এখনও সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page