Search
অনির্দিষ্টকালের জন্য আমদানি রফতানি বন্ধের ডাক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 14, 2023
- 1 min read
Updated: Feb 15, 2023
কাস্টমস আধিকারিকদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য মহদীপুর সীমান্ত দিয়ে আমদানি রফতানি বন্ধের ডাক দিল ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, সুবিধা অ্যাপের মাধ্যমে স্লট বুক করে আমদানি-রফতানি চলে। তবে কাস্টমস সুপার সুবিধা পোর্টালে সমস্যার অজুহাতে ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে টাকা হাতাচ্ছেন। এতে ট্রাকে চালান তৈরিতে অনেকটা সময় নষ্ট হয়। এতে যেমন ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়, তেমনি সরকারেরও ক্ষতি হয়।
প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা স্থগিত রাখার ডাক দিয়েছে মহদীপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মহদীপুর কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট মৃদুল নস্কর। ক্যামেরার সামনে কিছু না বললেও তার দাবি, কাস্টমসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments