কর্নিয়া প্রতিস্থাপন সম্ভব মালদায়, চালু হল আই ব্যাংক
নর্থবেঙ্গল মেডিকেল কলেজের পর মালদা মেডিকেল কলেজে চালু হল আই ব্যাংক। এখন থেকে মালদা মেডিকেলেই কর্নিয়া প্রতিস্থাপনের সুবিধে পাবেন রোগীরা। উদ্বোধনের দিনই কয়েকটি অপারেশনের চেষ্টা চালাচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ।
আজ দুপুরে মালদা মেডিকেলের হাসপাতাল ভবনে আই ব্যাংকের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, পশ্চিমবঙ্গের আই ব্যাংকের নোডাল অফিসার ডাঃ অনিলকুমার ঘাটা, মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়, মেডিকেল সুপার প্রসেনজিত বর, মেডিকেলের চক্ষু বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ নির্মলকুমার শাসমল সহ অন্যান্যরা।
ডাঃ অনিলকুমার ঘাটা বলেন, নর্থবেঙ্গল, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও বর্ধমান মেডিকেল কলেজের পর মালদা মেডিকেল কলেজে আই ব্যাংক চালু হল। আজ কয়েকজনের অপারেশনের চেষ্টা চালাচ্ছি। আপাতত পাঁচজন রোগী ভরতি রয়েছেন। কোন রোগীর জন্য কোন টিস্যু ঠিক হবে তা বিবেচনা করে অপারেশন করা হবে। সবাইকে চোখ দেওয়া সম্ভব নয়। অন্তত এক-দু জনকে আজই অপারেশন করার সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যে প্রতিবছর ১২ হাজার কর্নিয়ার চাহিদা থাকে। সেখানে গত বছর মাত্র ৪ হাজার কর্নিয়া পাওয়া গিয়েছে। চোখ দানের জন্য মানুষকে সচেতন করতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। মালদা মেডিকেলের আই ব্যাংকে প্রায় ২ সপ্তাহ কর্নিয়া সংরক্ষণ করে রাখা যাবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận