আট লক্ষ টাকায় চাকরি! বিএসএফের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল
জালিয়াতি করে নিয়োগপত্র দিয়ে কনস্টেবল পদে যোগ দেওয়ার অভিযোগে এক কনস্টেবলকে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। বিএসএফের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। যদিও ধৃত ব্যক্তির নিজের নিয়োগকে বৈধ বলে দাবি করেছেন।
ধৃত ব্যক্তির নাম যোগেশ যাদব (২৩)। বাড়ি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার আলাহাদাদপুরে। বিএসএফের তরফে পুলিশি অভিযোগে জানানো হয়েছে, গত ১৩ মার্চ বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কলকাতা অফিসে রিপোর্টিং করেন যোগেশ। ১৯ মার্চ পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফ-এর ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরে সব কাজ শেষ করে নিয়োগপত্র হাতে পান তিনি৷ পরবর্তীতে তাঁকে ৮৮ নম্বর ব্যাটেলিয়নে পাঠিয়ে দেওয়া হয়। এরই মধ্যে যোগেশের গ্রামের এক ব্যক্তি লিখিত অভিযোগে দাবি করেন, যোগেশের নিয়োগ সম্পূর্ণ ভুয়ো। সেই অভিযোগের ভিত্তিতে যোগেশের নিয়োগের আগের ও পরের বায়োমেট্রিক মিলিয়ে দেখা হয়। সেখানে অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে যোগেশ স্বীকার করেন, টিংকু যাদব নামে এক দালালকে ৮ লক্ষ টাকা দিয়ে তিনি এই চাকরি পেয়েছেন।
বিএসএফের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করে মালদা থানার পুলিশ। যদিও আদালতে যাওয়ার পথে যোগেশ দাবি করেন, তাঁর নিয়োগ বৈধ৷ কেউ বা কারা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছে৷ শুধু বায়োমেট্রিকে সামান্য সমস্যার জন্য তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות