দুশো ও পঞ্চাশ টাকার জালনোট সহ ধৃত পাচারকারী
গোপনসূত্রে খবর পেয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। ধৃত দুই পাচারকারীকে আজ মালদা জেলা আদালতে তোলা হবে।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলার পুলিশ ১ লক্ষ ৭০ হাজার টাকার জালনোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২০০ ও ৫০ টাকার। ধৃত দুই পাচারকারীর নাম রাজা সিং পাল ও কফিকুল শেখ। কফিকুল মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা ও রাজার বাড়ি মধ্যপ্রদেশের গোয়ালিওরে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Comments