top of page

গ্রেফতার ভুয়ো ফুড সেফটি ইনস্পেকটর

সরকারি অফিসারের ভুয়ো পরিচয় দিতে গ্রেফতার মুর্শিদাবাদের ব্যক্তি। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



ধৃত ব্যক্তির নাম গৌতম দত্ত। বাড়ি মুর্শিদাবাদ জেলার ভাকুরিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ধৃত ব্যক্তি বৈষ্ণবনগর এলাকার একটি রেশন দোকানে গিয়ে নিজেকে ফুড সেফটি ইনস্পেকটর বলে পরিচয় দেয়। নানা নথিপত্র দেখাতে বলে। সেই সময় রেশন ডিলারের সন্দেহ হওয়ায় বিষয়টি তিনি স্থানীয় বাসিন্দাদের জানান। এরপরেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি ভুয়ো অফিসার। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ। যদিও ধৃত ব্যক্তির দাবি, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page